ট্রাম্প আর কিমের মধ্যে চাপান উতরের শেষ নেই। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। আমেরিকা হুঙ্কার দিলেও উত্তর কোরিয়ার পাল্টা হুমকি চলছেই। এরই মাঝে আশার বাণী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফের বৈঠক হতে চলেছে। তবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় বৈঠক এবার সিঙ্গাপুরে হবে না, হবে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। বৈঠকের চূড়ান্ত দিন নির্ধারিত হয়েছে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
সবচেয়ে তাৎপর্যপূর্ন ব্যাপার হল ট্রাম্প নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ট্রাম্প ট্যুইটার করে বলেছেন, আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এ আলোচনা অনুষ্ঠিত হবে। আমি চেয়ারম্যান কিমের সঙ্গে সাক্ষাতের এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছি।’
ট্রাম্প আরো
বলেন, কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠক ফলপ্রসূ হবে।
তবে মার্কিন পররাষ্ট্র দফতর সূত্র জানিয়েছে, ট্রাম্প ও কিমের বৈঠকের আগে পিয়ংইয়ং কর্মকর্তাদের সঙ্গে তাদের আগাম আলোচনাও হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct