ভারতের বিভিন্ন অন্যান্য বেশ কয়েকটি রাজ্য গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো এবার পশ্চিমবঙ্গেও তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। এখন এ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র হেল্থ ক্লিনিক। সেখানে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিল্ড ও মেডিকেটেড গোমূত্র। আর সেগুলি ক্রেতাদের কাছে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, ব্যবসায়ীরা দুধের চেয়েও গোমূত্রের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাতেও গোমূত্র বিক্রি হচ্ছে হুড়মুড়িয়ে। আধুনিক চিকিৎসাশাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দুমাত্র স্বীকৃতি না দিলেও গোমূত্র বিক্রি প্রতি বছর হু হু করে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে, এটা পুরোটাই ভন্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে। তার ফার্মাকো কাইনেটিক্স ও ডায়নামিক্স রয়েছে।গোমূত্রের এমন কিছুই নেই। অথচ কলকাতায় এর চাহিদা ক্রমে বাড়ছে।গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশকে দেখে এ রাজ্যের নামী গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct