দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর এবার শান্তি চাইছে আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী সংগঠন তালিবান। রাশিয়ার মস্কোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি আলোচনা সভায় যোগ দিয়ে শান্তি এবং মহিলাদের স্বাধীনতার কথাও বলেছেন তালেবানের শীর্ষ নেতা শের মুহাম্মাদ আব্বাস স্টানিকজাই। আফগানিস্তানে শান্তি ফেরানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে স্টানিকজাইয়ের বক্তব্য, 'অস্ত্রের শক্তি দিয়ে পুরো আফগানিস্তান দখলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই তালিবানের । কারণ, এতে আফগানিস্তানে শান্তি আসবে না। তবে বিদেশি সেনারা আফগানিস্তানের মাটি না ছাড়া পর্যন্ত তালিবান কোনও যুদ্ধবিরতি চু্ক্তিতে উপনীত হবে না। আফগানিস্তানে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ছিল কট্টর তালিবান শাসন।মহিলাদের দমনপীড়নের জন্য কুখ্যাতি পেয়েছিল তালিবান। কিন্তু মহিলাদের স্বাধীনতার কথা বললেন এবার খোদ সেই তালিবানেরই শীর্ষ নেতা স্টানিকজাই। তার বক্তব্য, দেশে তালিবানের প্রভাব বাড়ছে বলে মেয়েদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালিবান ইসলামিক আইন এবং আফগান সংস্কৃতির ভিত্তিতে নারীদেরকে তাদের অধিকার দেবে। তারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে পারবে। চাকরিও করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct