পরিস্থিতি ও পরিবেশ মোটেও অনুকূল ছিল না। তা সত্ত্বেও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছিল। সমুদ্রগর্ভে ২২২ ফুট নিচে আটকে ছিল দুর্ঘটনাগ্রস্থ বিমানের ধ্বংসাবশেষ। ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) এর তরফে আগেই জানানো হয়েছিল, সেই ধ্বংসাবশেষে একটি মৃতদেহ আটকে রয়েছে। সেই মৃতদেহটি ছিল এমিলিয়ানো সালার। আর্জেন্টিনার ফুটবলার এমিলিয়ানো সালা ও পাইলট ডেভিড ইবোটসন ছিলেন সেই অভিশপ্ত বিমানে। আপাতত সালার দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
২১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ২৮ বছরের সালা। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে ইংলিশ চ্যানেলের গার্নসি দ্বীপ পার করার মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে সালাদের সেই বিমান। পরে জানা যায়, ইংলিশ চ্যানেলের গুয়ের্নসে ও ডেভন উপকূলবর্তী এলাকার মাঝে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct