কড়া শীতের রাতে জেগেও ফসল পাহারা দিতে হয় উত্তর প্রদেশের হাজার হাজার কৃষকদের। নইলে মালিকানাবিহীন ঘুরে বেড়ানো গরুর পাল এসে তাদের ফসল নষ্ট করে দেবে। এসব কৃষকের সংকট কেবল একটি নয়, যে ফসল তারা এত পরিশ্রম করে গরুর হাত থেকে রক্ষা করছেন, তার দামও পড়তে শুরু করেছে। এই উভয় সংকটের জন্য নরেন্দ্র মোদি সরকারের নীতিকে দায়ী করছেন কৃষকরা। তারা বলছেন, ছাড়া গরুর সংখ্যা এতটাই বাড়ছে যে এগুলো এখন তাদের বিপদ হয়ে দাঁড়িয়েছে। যার পেছনে আসল কারণ গো-রক্ষা নীতি। গরু নিয়ে আগে কখনও এমন কট্টর নীতি ছিল না। তাই ফসলের জন্য এভাবে রাতও জাগতে হয়নি তাদের।
উত্তরপ্রদেশে কসাইখানা ও দেশজুড়ে গরু পাচারের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয়েছে। গো-রক্ষাকারীদের হামলা বেড়ে গিয়েছে গরু বহনকারী ট্রাকের ওপরও। এতে গরু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক জন্ম নিয়েছে। ভয়-আতঙ্কে গরু তো ভালো, ষাঁড় ব্যবসায়ীরাও ব্যবসা বন্ধ করে দিয়েছেন। দীপক চৌধুরী নামে একজন খামার মালিক বলেন, ‘গরুর কথা বাদ দিন, বিজেপির গোরক্ষকদের কারণে আমরা এখন আত্মীয় স্বজনদের কাছেও পশু বিক্রি করতে পারি না।’ সাইনি বাবুরাও নামে এক প্রান্তিক কৃষক বলেন, ‘সামনের নির্বাচনে মোদিকে ভোট দেব না। জীবনে কখনও এতবেশি ছাড়া গরু দেখিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct