ভারতকে প্রথম টি-২০তে একেবারে বিধ্বস্ত করে ছাড়লো নিউজিল্যান্ড। ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারী ভারতকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
টি-২০ ফরম্যাটে রানের হিসেবে সবচেয়ে বড় হারের লজ্জা জুটলো ভারতের। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে ৪৯ রানে হেরেছিল তারা। প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের পাহাড় গড়ে। জবাবে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান সংগ্রহ করতে পারে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বিশ্রামে দলনেতা রোহিত শর্মা ও তার দল।
২২০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে পড়ে ভারত। ব্যক্তিগত এক রানে টিম সাউদির বলে বিদায় নেন অধিনায়ক রোহিত। আরেক ওপেনার শিখর ধাওয়ান (২৯) ও বিজয় শঙ্কর (২৭) কিছুটা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিনিশার খ্যাত মাহেন্দ্র সিং ধোনি দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন। তবে দলকে জেতানোর মতো অবদান রাখতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২০ রান। দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাউদি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি দুটি করে উইকেট ভাগাভাগি করেন। অভিষিক্ত ড্যারেল মিচেল একটি উইকেট দখল করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct