বিগত ৩০ জানুয়ারি ছিল মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। সেদিন আলিগড়ে গান্ধীর মৃত্যুবার্ষিকী পালনের সময় তাঁর প্রতিকৃতিতে গুলি করেন কট্টরপন্থী গোষ্ঠী হিন্দু মহাসভার নেত্রী পুজা শাকুন পান্ডে। সেই ঘটনার জন্য এদিন উত্তর প্রদেশের আলিগড় থেকে গ্রেফতার করা হয় পুজা শাকুন পান্ডেকে। একইসাথে তার স্বামী অশোক পান্ডেকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই ঘটনায় কট্টরপন্থী গোষ্ঠীটির ১২ সদস্যও জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল হয়েছে। ভিডিওতে সঙ্গীসাথী নিয়ে গেরুয়া শাড়ি পরা পুজা পান্ডে গান্ধীর প্রতিকৃতিতে এয়ার পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে গান্ধীর হত্যাকারী নথুরাম গডসের ছবিতে মালা পরিয়ে দিতে দেখা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct