মিয়ামি ছুটি কাটিয়ে সন্তানকে নিয়ে আমেরিকান এয়ারলাইন্সে উঠেছিলেন এক ইহুদি দম্পতি। বিমানে ওঠার পর এডলার ও তার স্ত্রীকে বিমান কর্তৃপক্ষ জানায়, কিছু জরুরি অবস্থা তৈরি হয়েছে তাই তাদের বিমান থেকে নেমে যেতে হবে। সেই মুহূর্তে তাদের কোনও কারণ জানানো হয়নি। পরে আমেরিকান বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয় তাদের গায়ে এতো দুর্গন্ধ ছিল যে, অন্য যাত্রীদের খুব অসুবিধা হচ্ছিল। যাত্রীরা অভিযোগ করছিলেন। সে কারণেই তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। এমন কারণ শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছেন এডলার এবং তার স্ত্রী জেনি। এক প্রতিক্রিয়ায় এডলার বলেন, ' এটা একেবারেই জাতিবিদ্বেষী আচরণ। কোনও মার্কিনির গা থেকে দুর্গন্ধ বেরোলে সেটা নিয়ে কেউ কোনও আপত্তি করতেন না। যেহেতু তারা ইহুদি সে কারণেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।' মার্কিন বিমান সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের একাধিক যাত্রী এডলার এবং তার স্ত্রী জেনির গায়ের দুর্গন্ধ নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন। বিমান সংস্থার কেউই জানতেন না যে, এডলার এবং জেনি ইহুদি। যাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct