অস্ট্রেলিয়ায় ফিরল হিউজের স্মৃতি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বাউন্সার মাথায় লেগে ক্রিজে পড়ে গেলেন শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান দিমুত করুণারত্নে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। আপাতত সুস্থ রয়েছেন করুণারত্নে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রানের জবাবে দুর্দান্ত শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাহিরু তিরিমান্না এবং করুণারত্নে। স্কোরবোর্ডে ৮০ ওঠার পরেই হল ছন্দপতন। ৩১তম প্যাট কামিন্সের ১৪২ কিলোমিটার গতির বাউন্সার আছড়ে পড়ে তাঁর হেলমেটের পিছন দিকে। ঘাড়ে তীব্র আঘাত পেয়ে পড়ে যান করুণারত্নে। দুই দলের খেলোয়াড়রাই ছুটে আসেন। আম্পায়াররা তড়িঘড়ি মাঠে উপস্থিত চিকিত্সাত কর্মীদের ডাকেন। এরপর তাঁর আঘাত গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আপাতত সুস্থই আছেন। বিভিন্ন পরীক্ষা চলছে। তবে এই টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা, বা খেললে কখন মাঠে নামবেন, তা এখনও স্পষ্ট নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct