বিগত ৪৫ বছরে ভারতে বেকারত্বের হার চলতি বছরে সবোর্চ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের এক গোপন সমীক্ষায় জানা গিয়েছে ২০১৭-১৮ অথর্বছরে ভারতে বেকারত্ব অনেকটা বেড়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সবোর্চ্চ। এই রিপোটর্ প্রকাশ না করায় ক'দিন আগে পদত্যাগ করেছেন ‘ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন’ (এনএসসি) বা জাতীয় পরিসংখ্যান কমিশনের ভারপ্রাপ্ত প্রধানসহ দুই সদস্য। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই রিপোটর্ প্রকাশের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে আমাদের হাতেই। কখন প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্তও আমরাই নেব।’ রিপোটের্ দেখা যাচ্ছে দেশে বেকারত্বের হার এখন আক্ষরিক অথের্ই আকাশচুম্বী। গ্রামের চেয়ে শহরাঞ্চলেই বেকারত্বের হার অনেক বেশি। গ্রামে বেকারত্বের হার ৫.৩ শতাংশ, সেখানে শহরাঞ্চলে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে। সারা দেশে বেকারত্বের হার গত ছয় বছরে ২.২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬.১ শতাংশে। অন্যদিকে, পুরো ভারতের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার ১৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct