একদিনের ক্রিকেটে নতুন কৃতিত্ব গড়লেন ভারতের মহিলা একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ২০০তম ম্যাচ খেললেন। গত বছর এপ্রিলে ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসির মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, একদিনের ক্রিকেটে মহিলা ক্রিকেটার হিসাবে সবেচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার। ১৯৯৯-তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর। ভারতীয় মহিলা ক্রিকেটের ২৬৩টি একদিনের ম্যাচের মধ্যে ২০০টি ম্যাচেই দেশের জার্সিতে খেলেছেন মিতালি। একদিনের ক্রিকেটে ৬৬২২ রান করেছেন তিনি। মহিলা একদিনের ক্রিকেটে যা সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct