বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া প্রসাধনী বিষয়ক প্রতিষ্ঠান ‘নাইকি’র ওপর এবার ভীষণ ক্ষেপে গেল মুসলিম সম্প্রদায়। কারণ নাইকি তাদের নতুন মডেল জুতো 'এয়ার ম্যাক্স ' ওপর একটি ডিজাইন করেছে। যেটা আরবিতে হুবহু ‘আল্লাহ’- লেখার মতো। এই ব্রান্ডের জুতোর সোলে অর্থাৎ নিচে ওই লেখার কারণে মুসলিমদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। যার ফলে ওই জুতো বিশ্বজুড়ে নাইকির কাছে বিক্রি বন্ধের আহব্বান জানিয়েছে বিভিন্ন ইসলামিক সংগঠন। তারা বলেছে, এই লেখার মাধ্যমে ইসলামকে অবমাননা করা হয়েছে। ইন্দোনেশিয়ার একজন মুসলিম ক্রেতা সাইগা নরিন প্রথমে বিষয়টি টের পান। তিনি ওই জুতো কিনতে গিয়ে দেখতে পান তার তলায় আরবী ‘আল্লাহ’ শব্দটি পরিষ্কার লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি অনলাইনে পিটিশন করেন। তাতে ওই কোম্পানিকে বিশ্ব বাজার থেকে এই জুতা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। এমন লেখার মাধ্যমে নাইকি ইসলামের বিরুদ্ধে অসম্মান দেখাচ্ছে বলে তিনি পিটিশনে দাবি করেন। তিনি লিখেছেন, জুতায় আল্লাহর নাম লেখা রয়েছে। এটা প্রচন্ড ক্ষোভের বিষয়। নাইকি যে এভাবে আল্লাহর নাম ব্যবহার করতে দিয়েছে, বিষয়টি আতঙ্কজনক। এটা মুসলিমদের প্রতি চরম অসম্মান ও আক্রমণাত্মক। এ ছাড়া এর মাধ্যমে ইসলামের অবমাননা করা হয়েছে। তবে নাইকি যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে । তারা বলেছে, এটা নাইকি এয়ার ম্যাক্সের ট্রেডমার্ক। স্টাইল করে ওইভাবে লেখা হয়েছে। এতে কোনো ধর্মীয় বিষয় নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct