গত মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল, ১৬১ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে তাদের। না হলে ২০২১-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করবে ভারত। কীসের ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছিল এই অর্থ? আইসিসির তরফে জানানো হয়, ২০১৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল। সেই টুর্নামেন্টের জন্য আইসিসিকে বিপুল অঙ্কের কর দিতে হয়েছিল। রাজ্য সরকার বা কেন্দ্র, কোনও তরফেই কর ছাড় মেলেনি। তাই এর ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআইকে ১৬১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। শুধু তাই নয়, ২০১৮ সালের মধ্যেই এই অর্থ দিতে বলা হয়েছিল ভারতীয় বোর্ডকে। নাহলে দুটি বড় টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পাবে না তারা। এমনকী এও হুমকি দেওয়া হয়, নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ দিতে না পারলে চলতি আর্থিক বর্ষে বিসিসিআইয়ের যে আয়, সেখান থেকেই অর্থ কেটে নেওয়া হবে। আইসিসি-র এমন নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বোর্ড। কেন্দ্র কর ছাড় না দিলে তার ক্ষতিপূরণ দেবে বিসিসিআই, এমন কোনও বিষয়ের কোথাও উল্লেখ নেই বলেও জানিয়েছিল বোর্ড। অবশেষে পিছু হটলো আইসিসি। তাদের তরফে বলা হয়েছে, ভারতের থেকে টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব ছিনিয়ে নিচ্ছে না আইসিসি। এখনও হাতে অনেকটা সময় আছে। আইসিসির বিশ্বাস, বিসিসিআই এ নিয়ে নিশ্চয়ই ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct