প্রতিনিয়ত সুন্দরবন সহ তার পার্শবর্তী এলাকা থেকে বিরল প্রজাতির জীবজন্তু উদ্ধার হচ্ছে চোরাচালানকারিদের হাত থেকে। এদিন উদ্ধার করা হল তিনটি কচ্ছপ। আশ্চর্যজনকভাবে ওই কচ্ছপগুলির শরীরের ওপর থেকে পাওয়া গিয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার। কচ্ছপের শরীরে কেন এই যন্ত্র যুক্ত করা হয়েছে? এর পেছনে কারা রয়েছে? তা নিয়ে প্রশ্ন জেগেছে প্রশাসনের মনে। পরে সুন্দরবন পূর্ব বিভাগের প্রধান বন কর্মকর্তা মাহমুদুল হাসান রহস্যের পর্দা উন্মোচন করে বলেন, ' বাটাগুর বাসকা নামে বিলুপ্ত প্রজাতির কচ্ছপগুলোর জীবনাচার সম্পর্কে গবেষণার অংশ হিসেবেই ওই কচ্ছপগুলোর শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত করা হয়েছে। যেন তাদের গতিবিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূলত এই গবেষণা প্রকল্পের আওতায় দেশি বিদেশি মিলিয়ে মোট চারটি সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে।'