আয়নাটা নতুনের মতো পরিষ্কার থাকলেই আমাদের নিজেদেরকে দেখতে ভালো লাগবে। যদিও অনেক সময় আয়নায় জল বা কসমেটিকসের দাগ পড়ে যায়। জেনে নিন, প্রয়োজনের আয়নাটি কীভাবে পরিষ্কার রাখবেন। কীভাবে পুরানো আয়নাটা নতুনের মতো চকচক করে উঠবে।
১. প্রতিদিনই বাইরের ধুলো এসে আয়নায় ওপর পড়ে। তাই নরম কাপড় দিয়ে দিনে একবার আয়না মুছে নিন।
২. সপ্তাহে একদিন আধা কাপ ভিনেগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে আয়নায় ওপর স্প্রে করুন। তার পর নিউজপেপার বা সুতির কাপড় দিয়ে আয়নাটি মুছে ফেলুন ।
৩. আয়নার দাগ তুলতে এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। দেখবেন আয়না নতুনের মতো চকচক করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct