বর্তমান সময়ে প্রতিটা মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে জলের বোতল। তবে একটা বিষয় মাথায় রাখা উচিত, জলের বোতলটি যেন ঠিকঠাক পরিষ্কার হয়। কারণ সেটা খুব জরুরি। আপাতদৃষ্টিতে বোতল দেখতে পরিষ্কার মনে হলেও বোতলে লুকিয়ে থাকতে পারে এমন সব জীবাণু যা চোখে দেখা যায় না এবং যেটা আপনার স্বাস্থ্যের ক্ষতিকারক। তাই বোতলে জল ভরার আগে বেশকিছু পদ্ধতি অনুসরণ করলে সহজে পরিশুদ্ধ জল পান করা সম্ভব হবে।
১. গরম জলে বোতল ধুয়ে নেওয়া উচিত। যদিও সব সময় আবার গরম জলে ধোয়াই শেষ কথা নয়। আমরা জানি গরম জল দিয়ে বোতল ধুয়ে নিলে তা জীবাণুমুক্ত হয়। কিন্তু আসলে তা পুরোপুরি ঠিক না। গরম জলে কিছু জীবাণু দূর করলেও বোতলটিকে সম্পূর্ণভাবে জীবানুমুক্ত করতে পারে না।
২. জলের বোতলটিকে সঠিকভাবে পরিষ্কার করতে হলে কিচেনের সিংকে রেখে ভালো করে ধুয়ে ফেলুন। লিকুইড ডিটারজেন্টে বোতলটিকে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন।
৩. বোতলের ভিতরের অংশ পরিষ্কার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
৪. ভিনিগার দিয়ে বোতলটি ধুয়ে নিতে পারেন। সাদা ভিনিগার জীবাণু ধ্বংস করে ও কম শক্তিশালী ব্যাকটেরিয়া দমন করতে পারে। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আপনার বোতলটিতে ভিনেগার ভরে পুরো রাত রেখে দিন। পরদিন ধুয়ে ফেলুন।
৫. বোতলে অল্প করে ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর বোতলটি থেকে পুরো জল ঝরে যেতে দিন।
৬. আপনার ব্যবহার করা বোতলে জল নিয়ে তাতে জীবাণুনাশক ট্যাবলেট মেশান। ট্যাবলেটটিকে ৩০ মিনিট জলে মিশতে দিন। তারপর তা ভালো করে ধুয়ে জল ভরে নিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct