বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মাঠ-গ্যালারি ছাড়িয়ে সেই উত্তেজনা আছড়ে পড়ে টিভি সেটের সামনে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। বর্তমানে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তবে বিশ্বকাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলা দেখে চোখের ক্ষিদে মেটান ক্রিকেটপ্রেমীরা। তবে এবার তাতেও ভাটা পড়ছে। আসছে টি-২০ বিশ্বকাপে গ্রুপপর্বে দেখা হচ্ছে না ভারত-পাকিস্তানের। ২০২০ টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যে ড্র ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। তাতে দুই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ফলে সেমিফাইনাল বা ফাইনালের আগে তাদের মহারণ দেখার সুযোগ থাকছে না। তাতেও রয়েছে যদি, কোনো-কিন্তু, কিংবার হিসাব। কারণ এ মল্লযুদ্ধ দেখতে হলে দুদলকেই কমপক্ষে সেমি পর্যন্ত যেতে হবে।