টি-২০ বিশ্বকাপের দিন ঘোষণা করল আইসিসি। ২০২০-র অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বিরাট কোহলিরা প্রথম ম্যাচ খেলবেন ২৪ অক্টোবর, পার্থের নতুন তৈরি অপটাস স্টেডিয়ামে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আবার ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ভারতের মহিলারা আবার প্রথম ম্যাচেই নামবেন গতবারের চ্যাম্পিয়ন ও আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সিডনিতে তাদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি।১৮ অক্টোবর থেকে শুরু হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে পাকিস্তান। ১১ এবং ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল হবে সিডনি ও অ্যাডিলেডে। ফাইনাল ১৫ নভেম্বর, মেলবোর্নে। বিশ্বকাপে ভারত রয়েছে 'বি'-গ্রুপে। 'বি'-গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দুটি যোগ্যতা অর্জনকারী দল। ২০১৯ সালে ২০ ওভারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আবার ২০২০ সালে টি-২০ বিশ্বকাপেও বিরাটদের প্রথম প্রতিপক্ষ প্রোটিয়ারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct