গত বৃহস্পতিবার কোপা দেল রে এর নক আউট ম্যাচে সেভিয়ার কাছে 2-0 গোলে পরাজিত হয়েছিল মেসিবিহীন বার্সা বাহিনী। আজ লালিগা এর আওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ ছিল লীগ টেবিল এর নিচের সারির জিরোনা । ম্যাচের শুরুতেই 9 মিনিটের মধ্যেই জিরোনার ডিফেন্ডার দের ভুলে বার্সা ডিফেন্ডার নেলসন সেমেডু গোল করে বার্সা কে 1-0 গোলে এগিয়ে দেয়। শুরুতেই গোল করলেও বার্সা ডিফেন্ডার ও মিডফিল্ডার দের প্রথম হাফের পারফরম্যান্স ক্রমশ নিরাশ করেছে ফুটবল প্রেমিদের। আর তারই খেসারত হিসেবে ম্যাচে 31, 37 ও 43 মিনিটে পরপর যথাক্রমে লেঙলেট, ভিদাল ও বুসকেটস হলুদ কার্ড দেখে । অবশ্য ম্যাচের দ্বিতীয় হাফে বার্সা কে তাদের পুরানো ছন্দে দেখা যায়। ম্যাচের 51 মিনিটে জিরোনার খেলোয়াড় এস্পিনোস জঘন্য ফাউল করে লাল কার্ড দেখে এর পরেই 68 মিনিটে লুইস সুয়ারেজ এর সুন্দর এক থ্রু পাসে জর্দি আলবার আসিস্টে গোল করেন মেসি এবং আরো একটা রেকর্ড নিজের নাম করে ফেলেন এই তারকা ফুটবলার। টানা সাত ম্যাচে লিগে গোল করেছেন এই মরসুমে। অবশ্য 10 জনের জিরোনার বিরুদ্ধে মেসিবাহিনী তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি।শেষ পর্যন্ত বার্সা 2-0 গোলে জয়লাভ করে এবং লীগ টেবিল এর শীর্ষস্থান ধরে রাখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct