পয়গম্বর হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপায় বিতর্ক সৃষ্টি করেছিল ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো৷ এবার বিতর্ক বাড়িয়ে দিল ফরাসি প্রেসিডেন্ট ইমন্যুয়েল ম্যাক্রোর স্ত্রীকে নিয়ে ব্ঙ্গচিত্র প্রকাশ করায়৷ ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র ছেপে সন্ত্রাসহানার শিকার হয়েছিল তারা। সদ্য নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর স্ত্রী ব্রিজিতের ‘কুরুচিকর’ ব্যঙ্গচিত্র ছাপায় সমালোচনার ঝড় উঠেছে ‘শার্লি এবদো’-কে নিয়ে৷
দিন চারেক আগেই ম্যাক্রো আর তাঁর স্ত্রী ব্রিজিতের একটি ব্যঙ্গচিত্র ছেপেছে ফরাসি পত্রিকা শার্লি এবদো। পত্রিকার প্রচ্ছদে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে হাত দিয়ে আছেন ম্যাক্রো৷ অার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা, ‘‘ইনি মির্যাকল ঘটাতে চলেছেন।’’ দেশের ভাবী ফার্স্ট লেডি সম্পর্কে এই ধরনের ব্যঙ্গচিত্র কুরুচিকর বলে মনে করছেন অনেকেই। বিতর্ক এতটাই গড়িয়েছে যে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রিজিতের প্রথম পক্ষের মেয়ে তিফেইন ওজিয়ের। টুইট করেছেন খোদ ব্রিজিতও।
শার্লি এবদোর সাম্প্রতিক ব্যঙ্গচিত্র নিয়েও মুখ খুলেছেন ব্রিজিত। নাম না করে ওই পত্রিকাকে তিনি বলেছেন, ‘‘প্রযুক্তিগতভাবে যা সম্ভব, তা সব সময় কাঙ্ক্ষিত না-ও হতে পারে।’’ নিজের টুইটের সঙ্গে ‘জে স্যুই শার্লি’ কথাটিও হ্যাশট্যাগ দিয়ে জুড়েছেন ব্রিজিত। ২০১৫ সালে পত্রিকার অফিসে যখন সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই সময় এই হ্যাশট্যাগ কার্যত স্লোগানের জায়গা নিয়েছিল। এ বার অবশ্য বেশির ভাগ নেটিজেনই পাশে দাঁড়িয়েছেন ব্রিজিতের। ’’ অনেকে আবার শার্লি এবদো-র এই সংস্করণকে নারী বিদ্বেষী, কুরুচিকর বলে মন্তবয করেছেন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct