বাজারে এবার ইলেকট্রিক বাইক নিয়ে আসছে মার্কিন কোম্পানি হার্লি ডেভিডসন । নতুন বাইকের নাম লাইভওয়্যার। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ তে দুটি নতুন ইলেকট্রিক বাইক সর্বসাধারণের সামনে আনে। ১১৬ বছরের বয়সী কোম্পানি হার্লি ডেভিডসনের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শিত মডেলগুলো পরীক্ষামূলক নমুনা মাত্র। ভবিষ্যতে বাণিজ্যিক লঞ্চের আগে মডেল দুটিতেই কিছু পরিবর্তন আনা হতে পারে। চলতি বছরের আগস্টে বাজারে আসবে তাদের প্রথম ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক দু’টির ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা স্যামসাং এসডিআই দাবি করেছে, ই-বাইক দু’টির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩.৫ সেকেন্ড। এসব ই-বাইকের দাম ভারতীয় অর্থমূল্যে প্রায় ২০ লক্ষ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct