মুঘল বাদশাহ শাহজাহানের অমর র্কীতি তাজমহল দেখতে প্রতিদিন লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হন। সম্প্রতি মুঘল স্থাপত্য তাজমহলে বাঁদরের অত্যচারে রীতিমতো অতিষ্ট হয়ে উঠেছেন দর্শনার্থীরা। বাঁদরের অ্ত্যাচার থেকে বাঁচাতে এবার গুলতির শরণাপন্ন হল স্থানীয় পুলিশ। তাজমহল ও তার আশপাশের এলাকায় ৫০০-৭০০ বানর বসবাস করে। চারিদিকে বনাঞ্চল কমে যাওয়ায় বাঁদরগুলি খাবারের লোভে দর্শনার্থীদের কাছে আসে। ব্যাগ কিংবা খাবার ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। সম্প্রতি সেখানে বাঁদরের অত্যাচার এতটাই বেড়েছে যে ময়দানে নামতে হল স্থানীয় পুলিশকে। কদিন আগে এক মহিলার হাত থেকে তার ১২দিন বয়সী বাচ্চা ছিনিয়ে নিয়ে বাচ্চাটিকে হত্যা করে একদল বাঁদর।এ বিষয়ে এদিন তাজমহল নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিজ ভূষণ বলেন, 'নগরীতে প্রাকৃতিক বসবাস স্থান কমে যাওয়ায় বানরা ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে। বাঁদর তাড়তে পুলিশের হাতে স্থানীয়ভাবে তৈরি গুলতি তুলে দেওয়া হয়েছে। তবে গুলি ছুড়তে হয় না, গুলতি তাক করলেই তারা ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ আরও বেশি সতর্ক হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে বাঁদরকে আঘাত না করে শুধু ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct