মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। শূন্য পদের সংখ্যা 74( জেনারেল-37 এস সি-১৭, এস টি-৪, ও বি সি (এ) -8 এ বি সি (বি) - 4। গ্রাজুয়েট প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 39। এস সি /এস টি রা ৫ বছর এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ এবং ফুলিয়ে ৮৬ । ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্য অনুসারে। পদটির বেতনক্রম 7100-37600, গ্রেড পে- 3900 পে ব্যান্ড -3।প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা এবং অ্যালায়েন্স পাবেন।
প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাটি হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকছে 100 নম্বরের লিখিত পরীক্ষা, পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস টাইপের। প্রতিটি প্রশ্নের মান 1। পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ এবং অংকের উপর প্রশ্ন। প্রশ্ন থাকবে মাধ্যমিক মানের। এই পরীক্ষায় সফল হলে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এ প্রাপ্ত নম্বর যোগ করে সকল প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে, 3 টি ভুল উত্তরের জন্য এক নম্বর কেটে নেয়া হবে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়া যাবে 27 শে জানুয়ারি বেলা 11 টা থেকে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 17 ফেব্রুয়ারি রাত বারোটা। নিম্নে বর্ণিত ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে- http://pscwbapplication.in
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct