প্রতিপক্ষ দলের ক্রিকেটারের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিপদে পড়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান। চারদিকে উঠেছিল নিন্দার ঝড়। এই নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসি। পিসিবিও তাকে সহজে না ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল। এর মধ্যে শোনা গেল যাকে উদ্দেশ্য করে কটু কথা বলেছিলেন সরফরাজ, এদিন সেই আন্দিলে ফেলুকায়োর পাক অধিনায়ককে ক্ষমা করে দিয়েছেন। বিষয়টি এদিন মিডিয়ার সামনে নিয়ে এলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। তিনি বলেন, 'সরি বলেছে বলেই আমরা ক্ষমা করে দিয়েছি তাকে। সরফরাজ ক্ষমা চেয়েছে। এই মন্তব্যের দায়িত্ব নিয়েছে। এখন এটা আর আমাদের হাতে নেই। ব্যাপারটা আইসিসি দেখছে।' ঘটনা ম্যাচের ৩৭তম ওভারের। বল করছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। ওভারের তৃতীয় বলে কভারে ড্রাইভ মারতে গিয়েছিলেন ফেলুকায়ো। কিন্তু ব্যাটের কানায় লেগে বল স্টাম্পের পাশ গিয়ে বেরিয়ে যায়। বেঁচে গিয়ে সিঙ্গল নেন ফেলুকায়ো। এভাবে তার বেঁচে যাওয়া দেখে সরফরাজ আহমেদ উর্দুতে যা বলেছিলেন, তার মানে দাঁড়ায়, 'ওহে কাইল্যা, তোমার মা আজ কোথায় বসে আছেন? তোমার জন্য কী প্রার্থনা করেছেন উনি? দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত যে সরফরাজ এটা ফেলুকায়োকে উদ্দেশ্য করে বলেনি। তবে সে এই ঘটনার দায়িত্ব নিয়েছে। এখন দেখতে হবে এর পরিণতি কী হয়। আমরা এটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না। কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার মধ্যে ও যে অনুতপ্ত, সেটা বোঝা গেছে। আমরা সে কারণেই ক্ষমা করে দিয়েছি। তবে ব্যাপারটাকে মোটেই ধামাচাপা দিতে চাইছি না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct