মুসলিমদের মধ্যে বহুগামিতা ও নিকাহ হালালা নিয়ে এখনই অালোচনা চায় না৷ তা ভবিষ্যতে অালোচনা হতে পারে৷ সোমবার তিন তালাক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একথা জানিয়েছে৷
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, তিনটি বিষয়ে একসঙ্গে অালোচনা করা অসম্ভব৷ তাই বহুগামিতা ও নিকাহ হালালা নিয়ে ভবিষ্যতে অালোচনা হবে৷
এদিন অ্যাটর্নি জনারেল মুকুল রোহতগি বলেন, নিকাহ হালালা ও বহুগামিতা সহ তিনিট বিষয়ই সাংবিধিনব বেঞ্চে অালোচনার জন্য দুই বিচারপতির বেঞ্চ বলেছিলেন৷ তখন বেঞ্চ জানায় এ দুটি ইস্যু ভবিষ্যতে অালোচনা করা হবে৷ এখন অালোচনা শুধু তিন তালাক নিয়ে৷ যদিও সোমবার তিন তালাক বিতর্ক অার অাগে বাড়েনি সুপ্রিম কোর্টে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct