মোনাকোর কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার সাড়ে তিন মাসের মাথায় চাকরি হারালেন থিয়েরি অঁরি। দলের টানা ব্যর্থতার দায়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী প্রাক্তন এই ফরোয়ার্ডকে বরখাস্ত করার কথা নিজেদের ওয়েবসাইটে জানায় ফ্রান্সের ক্লাবটি। অঁরির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জিতেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জিততে পারেনি একটি ম্যাচও, ছয়টির মধ্যে হার পাঁচটিতেই। আর গত সোমবার ফরাসি কাপের শেষ বত্রিশে মেসের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় মোনাকো। মোনাকোতেই পেশাদারী ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল অঁরির। বড় অবদান রেখেছিলেন ১৯৯৭ সালে ক্লাবটির লিগ ওয়ান শিরোপা জয়ে। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের অনেকটা সময় আর্সেনালে কাটান অঁরি। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি তার দখলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct