ছোট্ট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির বুইমো কারাগারে ১৭ জন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুইমো কারাগার থেকে বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ তাদের পালানো রুখতে না পেরে কারারক্ষীরা গুলি করলে ১৭ জন বন্দি নিহত হয়৷ যদিও তাদেও শেষ রক্ষা হয়নি৷ ৫৭ জন জন পালিয়ে যায়৷ তবে কোনোক্রমে তিনজন বন্দিকে গ্রেফতার করতে পেরেছে কারারক্ষীরা৷
বুইমো কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের অনেকেই বিচারের অপেক্ষায় ছিল৷ এদের মধ্যে অনেকেই কুখ্যাত অপরাধী বলে চিহ্নিত৷।
পাপুয়া নিউগিনির দ্বিতীয় বৃহত্তম শহর লের ওই কারাগারে গত কয়েক বছর ধরেই বন্দি পালানোর ঘটনা ঘটছে। পাপুয়া নিউগিনির অধিকাংশ কারাগারেই ধারণ ক্ষমতার বেশি বন্দি রয়েছে। তাই প্রায়ই কারাগারে মারপিট বা হাঙ্গামার ঘটনা ঘটত।গত বছর কারাগারে মারপিটের ঘটনায় ১১ বন্দি নিহত হয়। পালিয়ে যায় ৭০ জনের বেশি বন্দিও৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct