২৩ মাসের জেল হওয়ার আশঙ্কা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কর ফাঁকি মামলায় তাঁর এই শাস্তি অনিবার্য ছিল। যদিও সেই সাজা ঠেকাতে এবার বড়সড় জরিমানা দিতে রাজি হলেন সিআরসেভেন। জানা গিয়েছে রোনাল্ডো ভারতীয় অর্থমূল্য ১৭৬ কোটি টাকা জরিমানা দিতে রাজি হয়েছেন। এই বিপুল অঙ্কের জরিমানা দেওয়ার ফলে জুভেন্তাস তারকাকে আর জেলে যেতে হবে না। স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে থাকাকালীন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ৪ বছর কর ফাঁকি দিয়েছেন তিনি। সে কারণেই এবার এতো বড় শাস্তির সম্মুখে পড়তে হয়েছিল তাঁকে। বড়সড় জরিমানা দিয়ে কর ফাঁকি মামালায় রেহাই পেলেও তাঁর মাথায় এখনো কালো মেঘের মতো আচ্ছাদিত রয়েছে ধর্ষণ মামলা। ক্যাথরিন মায়োরগা নামের মডেল সিআরসেভেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণ করেছেন তিনি। যদিও এই অভিযোগকে সাজানো বলে দাবি করেছেন রোনাল্ডোর আইনজীবী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct