এতদিন ভারতীয় বোলারদের মধ্যে একদিনের ক্রিকেটে ৫৯ ম্যাচে দ্রুত ১০০ উইকেট তুলে নেওয়ার নজির ছিল ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের। এদিন নেপিয়ারে ইরফানকে টপকে গেলেন আরও এক ভারতীয় বোলার মুহাম্মদ শামি। শততম উইকেটে পৌঁছতে তার লাগল ৫৬টি ওয়ানডে। সদ্য শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন শামি। নতুন বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজেও ভরসা দিয়েছেন দলকে। সিডনিতে প্রথম ম্যাচে তাঁকে দলে সুযোগ দেওয়া হয়নি। অ্যাডিলেড ও মেলবোর্নে অবশ্য ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বল হাতে শামিই বল করেন। তিন ম্যাচে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। ভুবনেশ্বর আটটি আর যুভেন্দ্র চাহালের ছয় উইকেটের পর তিনিই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটসংগ্রহকারী। নিউজিল্যান্ডেও তাই হয়েছে। নেপিয়ারে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে তিনটি উইকেট পান। তাঁর শততম শিকার হলেন কিউয়িদের ডানহাতি ওপেনার মার্টিন গাপ্টিল। পঞ্চম বলেই তাকে বোল্ড করেন শামি। নিজের দ্বিতীয় ওভারে ফের বোল্ড করেন বাঁ-হাতি ওপেনার কলিন মুনরোকে। আর দ্বিতীয় স্পেলে ফিরে এসে নিলেন মিচেল স্যান্টনারের উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct