অভাবের ফলে একটা মানুষকে কী কী না করতে হয়। তার ওপর তিনি যদি মহিলা হন, তাহলে তাঁর প্রতিবন্ধকতা যেন আরও বেশি। আমাদের রক্ষণশীল সমাজ এখনও মহিলাদের অনেক কাজ করাকে স্বীকৃতি দেওয়া হয় না। তবুও তারা থেমে থাকতে রাজি নন। কৌশলে তারা কোনও না কোনও কাজ ঠিকই করে যাচ্ছেন। সম্প্রতি সমাজের নানান বিধি-নিষেধকে উপেক্ষা করে নিজেদের লম্বা চুল কেটে, ছেলেদের পোশাক পরে সেলুনে চুল-দাড়ি কাটছেন দুই বোন। এমনকি তারা নিজেদের নামও বদলে ফেলেছেন।ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে।সেখানকার দুই বোন বিগত চার বছর ধরে পুরুষদের চুল-দাড়ি কেটে চলেছেন। ২০১৪ সালে জ্যোতি ও নেহা কুমারীর বাবা অসুস্থ হয়ে পড়েন। পরিবারিক আয়ের একমাত্র উৎস ছিল বাবার সেলুনটি।উপায় না দেখে দুই বোন রাতারাতি নিজেদের চুল ছেলেদের মতো করে কেটে, জিন্স পরে, হাতে ব্রেসলেট নিয়ে সেলুনে কাজ শুরু করেন। শুধু তা-ই নয়, নিজেদের নাম পরিবর্তন করে নাম রাখেন দীপক ও রাজু। উত্তর প্রদেশের ওই গ্রামে কোন মহিলা সেলুনে পুরুষদের চুল-দাড়ি কাটেন না। কিন্তু অভাব এই দুই বোনকে গত ৪ বছর ধরে পুরুষ সেজে বাবার সেলুনটি চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।জানা গিয়েছে, এভাবেই সেলুন চালানোর সঙ্গে সঙ্গে জ্যোতি ও নেহা নিজেদের লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct