মাঠে ক্রীড়াবিদদের কোনদিন জয়ের হাসি, তো কোনদিন পরাজয়ের গ্লানি চেপে বসে, তা কেউই বলতে পারে না। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হয় ক্রীড়াবিদদের । কোনও দিন খেলায় হেরে গেলে দুঃখ বা হতাশা ঠিক কতদিন একজন খেলোয়াড়কে পোড়াতে পারে ? কতদিনই অশ্রুসিক্ত হতে পারে একজন খেলোয়াড়ের চোখ? সে হিসাব অবশ্য দেওয়া খুবই কঠিন। তবে ভারতীয় ক্রিকেট দলের ৩০ বছর বয়সী তারকা পেসার ইশান্ত শর্মা ভারতকে এক ম্যাচে হারিয়ে কেঁদেছেন টানা ১৫ দিন। এদিন এক সাক্ষাৎকারে এমনই তথ্য দিয়েছেন ইশান্ত নিজেই। ঘটনাটি ২০১৩ সালের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এসেছিল ভারতে। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ৩০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৬০ রান। ম্যাচ জিততে হলে শেষ ১৮ বলে ৪৪ রান করতে হত অজিদের। তখন অধিনায়ক ধোনি বল তুলে দেয় ৭ ওভারে ৩৩ রান খরচ করা ইশান্ত শর্মার হাতে। কিন্তু সে ওভার করতে গিয়ে চাপে পড়ে যান ইশান্ত। অসি অলরাউন্ডার জেমস ফকনারের কাছে ৪টি ছক্কা ও ১টি চারের মারে মোট ৩০ রান দিয়ে বসেন তিনি। শেষপর্যন্ত ভারতও ম্যাচটি হেরে যায় ৪ উইকেটের ব্যবধানে। মাত্র ২৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জেতান ফকনার। সে ম্যাচে ৪৮তম ওভারে দেওয়া সেই ৩০ রানের কথা দীর্ঘদিন তাড়িয়ে বেড়িয়েছে ইশান্তকে। নিজের ভুলে জাতীয় দলের হারের অনুতাপে টানা ১৫ দিন কেঁদেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct