মনের মানুষটিকে খুবই ভালবাসেন।তাকে বিয়ে করতে চাইলেও, বাড়ির লোক কিছুতেই রাজি হচ্ছে না। বাধ্য হয়ে অনেকেই মনের মানুষটির হাত ধরে পরিবারের সম্মানকে জলাঞ্জলি দিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। অনেকে আবার পরিবারের কথা মাথায় রেখে কিংবা পুলিশি ঝামেলার ভয়ে মাঝপথে থেমে যান। অনেকে থেমে যান নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে।কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেয়।তবে এবার থেকে এসব নিয়ে আর বিশেষ ভাবনা-চিন্তা করতে হবে না কপত-কপতিদের। এমন পরিস্থিতিতে এবার তাদের পাশে দাঁড়াবে খোদ পুলিশ। এদিন রাজস্থান পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের আপত্তির জন্য যারা বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করতে বাধ্য হচ্ছেন, তাদের পাশে দাঁড়াবে প্রশাসন। যে সমস্ত গৃহহীন যুগল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছেন, তাদের জন্য তৈরি করা হবে শেল্টার হোম। নিরাপত্তা-সহ যাবতীয় সহায়তারও ব্যবস্থা করবে পুলিশ। একটা সময় গোটা দেশেই অনার কিলিংয়ের প্রবণতা ছিল প্রবল। উত্তর ভারতে এই প্রবণতা আজও চরমে। বিশেষ করে রাজস্থানের মতো রাজ্যে বেড়েছে অনার কিলিং। এই বিপজ্জনক প্রবণতা রুখতেই এবার পালিয়ে বিয়ে করা যুবক-যুবতীদের পাশে দাঁড়াবে রাজস্থান পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct