সীমান্তবর্তী কাশ্মীরের সমস্যার সমাধানের জন্য বর্তমান সরকারের কাছে কোনও ভালো পলিসি নেই বলে জানালেন হায়দরাবাদ লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবী করেন, কাশ্মীর শুধুই ভারতের। এখানে পাকিস্তানের কোন অধিকার নেই। কাশ্মীর বিষয়ে পাকিস্তানের নাক গলানোর কোন প্রয়োজনও নেই। কাশ্মীর একান্তই ভারতের বিষয়। ভারত সরকারকেই কাশ্মীরের বিষয়টি সমাধান করতে হবে। সম্প্রতি হায়দরাবাদে ইন্টারন্যাশনাল ইয়ূথ লিডারশীপ কনফারেন্সে বক্তৃতায় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেন ওয়াইসি বলেন, 'কংগ্রেস ও বিজেপি কাশ্মীর সমস্যা নিয়ে অনেক পলিসি ও চমকপ্রদ বিভিন্ন আইডিয়া দিলেও বিষয়টি এখন জনগণকে ভুলিয়ে দিয়েছে। কাশ্মীরে যখন কোন সমস্যা হয় তখন উভয় দলই বড় বড় কথা বলে। কিন্তু এসব কথার কোন বাস্তবায়ন তারা করে না। এখন যেভাবে চলছে তাতে কখনো কাশ্মীরের সমস্যার সমাধান হবে না। এর জন্য চাই সঠিক পলিসি ও পরিকল্পনা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct