বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারত জুড়ে। হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজবকে কেন্দ্র করে সম্প্রতি মানুষ হত্যার ঘটনা বেশ কিছু ঘটে গিয়েছে। আর সেগুলি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এমন একটা পরিস্থিতিতে বিশ্বব্যাপী ভুয়ো খবর প্রচার ঠেকাতে নতুন নিয়ম আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
কী আছে নতুন নিয়মে ?
১. এবার থেকে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি মেসেজ পাঁচবারের বেশি 'ফরওয়ার্ড' করতে পারবেন না। এটা বিশ্বব্যাপী সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে একটি মেসেজ ২০ বার 'ফরওয়ার্ড' করা যেত।
নতুন নিয়মের ফলে ফরওয়ার্ড করা মেসেজের হার কমে যাবে। এর ফলে লোকজন নিজের ঘনিষ্ঠদের সঙ্গে ব্যক্তিগত বার্তা পাঠানোর ব্যাপারে বেশি মনোযোগী হবে। ব্যবহারকারীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানার পর ভাইরাল কোন মেসেজ কীভাবে সামাল দেওয়া যায়, সে ব্যাপারে নতুন ব্যবস্থা চিন্তা করা হবে।
২. এখন থেকে হোয়াটসঅ্যাপে নতুন কোন গ্রুপ খোলার ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মে এখন থেকে নতুন গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ জনের বেশি হতে পারবে না।
৩. একটি বিশেষ কোডের কারণে বার্তা প্রেরক ও প্রাপক ছাড়া তৃতীয় কোন পক্ষে সেটি পড়তে পারে না। হোয়াটসঅ্যাপের বার্তাগুলো 'এনক্রিপটেড'। অর্থাৎ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চাইলেও গোপনে কারোর অ্যাকাউন্টে ঢুকে এই বার্তার বিষয়বস্তু পড়তে পারবে না। এতে কেউ যদি ভুয়া খবর ছড়ায় তা পড়া হোয়াটসঅ্যাপের পক্ষেও সম্ভব নয়। যা ভুয়া খবর ঠেকানোর ক্ষেত্রে দারুণ কাজে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct