ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে বলা হয় 'একটা আনপ্রেডিক্টেবল' দল। বড় টুর্নামেন্টে তাদের কখনই গণনার বাইরে রাখা যায় না। সে দল যতই খারাপ অবস্থায় থাকুক না কেন।বর্তমান পাকিস্তান দলটি শক্তির বিচারে খুব একটা এগিয়ে নেই। তাই তাদের কেউ বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় রাখছে না। তবে তাদের দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক মনে করছেন, ইংল্যান্ডে আয়োজিত হতে চলা ২০১৯ বিশ্বকাপ পাকিস্তানই জিতবে। শোয়েব মালিকের মতে, পাকিস্তানের এই দলটিরও বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। তবে মাঠের পারফরম্যান্সই আসল।শোয়েব মালিক বলেন, ‘হ্যা, আমাদের এই দলটির বিশ্বকাপ হাতে তোলার সামর্থ্য আছে। তবে সামর্থ্য আপনাকে কিছু দেবে না, পারফরম্যান্সই জেতাবে। আমাদের এই সামর্থ্য আছে কারণ এই দলে সেরা ওয়ানডে বোলার এবং ব্যাটসম্যান আছে। ' এই মুহূর্তে আইসিসির ওয়ানডে রাঙকিংয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। যদিও ক'দিন আগে তারা রাঙকিংয়ের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে (চার নম্বর) তাদেরই মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে উড়িয়ে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct