২০১৮ সালের জানুয়ারিতে সুপার ব্লাড মুন বা রক্তাভ চাঁদ দেখা গিয়েছিল। ঠিক এক বছর পর আবারও সেই একই ঘটনা ঘটতে চলেছে। জানা গিয়েছে, সোমবার এ্কইভাবে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ বা ‘সুপার ব্লাড মুন’। ভারতীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে পূর্ণগ্রাসে দৃশ্যমান হবে এই মহাজাগতিক উপগ্রহ। চন্দ্রগ্রহণটি শেষ হবে দুপুর ২টো ৮ মিনিটে। আর পুরোপুরিভাবে চন্দ্রগ্রহণ হবে সকাল ১১টা ৪২ মিনিট ১৬ সেকেন্ডে। তবে ভারত থেকে এ দৃশ্য দেখা যাবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, এরপর ২০২১ সালের ২৬ জুন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
চাঁদ ও সূর্যের সাথে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়।
চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে একটি লাল আভা বের হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। নীল ও বেগুনী রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নামই ‘সুপার ব্লাড মুন'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct