ঢাকার কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানত করলে হাতে নাতে ফল পাওয়া যায়। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ায় নিয়মিত মসজিদের দানবাক্সে দান আসা শুরু হয়। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদ। এ মসজিদে ইবাদত-বন্দেগী করলে বেশি সওয়াব পাওয়া যায়। রোগ-শোক বা বিপদে মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান-খয়রাত করে থাকে মানুষ। তবে সব কিছু ছাপিয়ে মসজিদের দানবাক্সের টাকার পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তা কেউ কল্পনা করে উঠতে পারেনি। রীতিমতো বিস্ময়কর। প্রতি তিন বা বা চার মাস পর পর মসজিদের সিন্দুক খোলেন কমিটির লোকজন। আর প্রতিবারই টাকার পরিমাণ ছাড়িয়ে যায় কোটি টাকায়! পাগলা মসজিদের দানবাক্স খুললেই বেরিয়ে আসে কোটি টাকা, ডলারসহ বিদেশি মুদ্রা এবং সোনার গহনা। দানবাক্স ছাড়াও প্রতিদিন হাজার হাজার মহিলা-পুরুষ এ মসজিদে দান করেন, চাল, মাছ, ফল-ফলাদি, হাঁস-মুরগি ও গবাদি পশু। এদিন সেখানকার জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৫টি লোহার দানবাক্স খোলা হয়। আর এতে নগদ টাকা পাওয়া যায় এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩৭৩ টাকা। এর আগে গত বছরের ৭ জুলাই দানবাক্সগুলো থেকে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct