বিয়ে হল মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্র এই বন্ধনের মাধ্যমে দুইজন মানুষ একসঙ্গে সারাটা জীবন কাটায়। একজন আরেকজনের সঙ্গী হয়ে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হন। বিয়ে নিয়ে অনেকের কত ধরনের পরিকল্পনাই না থাকে।নিমন্ত্রণ, খাবার আয়োজন, বর-কনের পরিবারে থাকে নানা আয়োজন। তবে বিয়ে যেহেতু সারাজীবনের ব্যাপার, তাই যার সঙ্গে আপনি বাকি জীবন কাটাতে যাচ্ছেন, বিয়ের আগে তার সঙ্গে কিছু বিষয় আলাপ করে নেওয়া জরুরী। তাতে দু\'জনের মধ্যে নতুন জীবনে ভুল বোঝাবুঝির জায়গা কম থাকবে।
\r\n
১. সঙ্গীর আর্থিক অবস্থা
\r\n
আপনার সঙ্গীর আর্থিক অবস্থা কেমন, সেটা আপনার জানা উচিত। কারণ আপনার সঙ্গী সংসারে কি পরিমাণ খরচ পরিচালনা করতে পারবেন, সেটা আপনার জানা উচিত। দুইজনের কারও কোন ধরনের ঋণ আছে কিনা সেটাও সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।
\r\n
২. পরিবার পরিকল্পনা
\r\n
আপনাদের উচিত হবে আগে নিজেদের পরিবার পরিকল্পনা নিয়ে বিয়ের আগে আলোচনা সেরে নেওয়া। আপনারা কতদিন পর বাচ্চা নেবেন, এটা আগে থেকে আলোচনা করা উচিত।কারণ কেরিয়ার নিয়ে প্রত্যেকেরই নিজস্ব কিছু ভাবনা থাকে । এ কারণে এই বিষয়টা আগে আলোচনা করে নেওয়া জরুরী।
\r\n
৩. নিজেদের প্রত্যাশা নিয়ে আলোচনা
\r\n
আপনি ঠিক কোন ধরনের মানসিকতার কিংবা সঙ্গীর কাছে আপনার প্রত্যাশা কি? সেটা হবু জীবনসঙ্গীকে জানানো উচিত। দুজনে আলাদা থাকবেন, না পরিবারের সবার সঙ্গে থাকবেন, এই বিষয়গুলোও সঙ্গীর সামনে স্পষ্ট করা দরকার। তা না হলে ভবিষ্যৎ জীবনে সমস্যা তৈরি করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct