হাসপাতালে তখন সাপে কাটা এক রোগী। দ্রুত তার চিকিৎসা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু মাঝেই বিপত্তি। ব্যাগের ভেতর থেকে রোগী নিজেই বের করলেন বিষধর সাপ। যে সাপ কিছুক্ষণ আগে তাকে কামড়েছে। সাপ বের করতেই সেখান থেকেই ছুটে পালালেন চিকিৎসকরা। ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের। মাঠে কাজ করার সময়ে এক ব্যক্তির পায়ে হঠাৎ সাপে কামড়ায়। উপায় না দেখে সেই সাপটিকে ব্যাগে পুরে তিনি সোজা হাসপাতালে হাজির হন । সাপের কাটার রোগীর পাশাপাশি সাপটিকে দেখে স্বাভাবিকভাবে হতবাক চিকিৎসকেরা। তিনি কেন এমনটা করতে গেলেন? তার জবাবে সাপে কাটা ব্যাক্তিটি বলেন, \' সাপে কামড়ালে সেই সাপ সম্পর্কে চিকিৎসকরা জানতে চান। কিন্তু এই সাপটির সম্পর্কে আমি কিছু জানি না। তাই সাপটিকে ধরে নিয়ে হাসপাতালেই চলে এলাম। যাতে চিকিৎসকদের সাপ বুঝে চিকিৎসা করতে কোনও সমস্যা না হয়। জানা গিয়েছে, সাপে কাটা ব্যাক্তিটি এখন সুস্থ। এবং কেউটো সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct