ব্রিটিশভিত্তিক ভ্রমণ বিষয়ক ‘রাফ গাইডস’ পাঠকের ভোটে নির্বাচিত বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির তালিকা প্রকাশ হয়েছে। প্রথমে রয়েছে স্কটল্যান্ড। বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ কানাডা আবারও বিশ্বের দ্বিতীয় সবচেয়ে সুন্দর দেশ হিসেবে স্থান দখল করেছে। যদিও জীবনযাপনের গুণমানের দিক দিয়ে কানাডা সবার শীর্ষে। এই অর্জণের কারণ, কানাডার প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় দর্শণীয় স্থান, নান্দনিক নৈঃস্বর্গ, ম্যাপল সিরাপ, আরামদায়ক জীবন-যাপন ইত্যাদি। এই তালিকায় এশিয়ার তিনটি দেশ স্থান পেয়েছে। ষষ্ঠতম স্থানে ইন্দোনেশিয়া, তেরোতম স্থানে ভারত, এবং কুড়িতম দেশ ভিয়েতনাম। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। চতুর্থতে ইতালি। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা।সাতে ইংল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct