ভারতে থাকা রোহিঙ্গাদের মায়ানমারে জোর করে পাঠানো হচ্ছে। মৃত্যুপূরী মায়ানমারে ফিরে যাওয়ার আতঙ্কেই রোহিঙ্গারা এখন ভারত ছেড়ে বাংলাদেশে পালাচ্ছে।গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে মায়ানমারে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে কঠোর সমালোচনার মুখে দিল্লি। কারণ, বর্তমান সময়ে মায়ানমারে সংখ্যালঘু এই জনগোষ্ঠীর নিরাপত্তা বেশ ঝুঁকিপূর্ণ। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে ভারত। চলতি জানুয়ারি মাসের শুরুতে রোহিঙ্গারা ভারত ছেড়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। বাংলাদেশের ইন্টার সেক্টর কোর্ডিনেশন গ্রুপের মুখপাত্র সৈকত বিশ্বাস বলেন, 'এ বছরের শুরুতে ভারত থেকে পালিয়ে আসা ১ হাজার ৩০০ রোহিঙ্গাকে ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে ট্রানজিট পয়েন্টে রাখা হয়েছে। আরও কিছু পালিয়ে এসে ট্রানজিট পয়েন্টে আশ্রয় না নিয়ে টেকনাফের উনছিপ্রাং, জাদিমুরাসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের চিহ্নিত না করা পর্যন্ত এখনও কতজন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct