ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসাবে রবিবার শপথ নিলেন ইমানুয়েল ম্যাক্রো৷ এদিন উদ্বোধনী ভাষণে তিনি ফরাসি বিপ্লবের শিক্ষাকে গোটা বিশ্বকে অনুকরণ করার অাহ্বান জানান৷ দাবি করেন। তার অাশা ফরাসি বিপ্লবের শিক্ষার প্রেরণায় ফ্রান্স, ইউরোপসহ সারা বিশ্বে নবজাগরণ আসবে। ফিরবে ফ্রান্সের আন্তর্জাতিক ভাবমূর্তি। যদিও নির্বাচিত হওয়ার পর দেওয়া বিজয় ভাষণেও একইভাবে ফরাসি বিপ্লবের প্রেরণায় নতুন দেশ গড়ার অঙ্গীকার করেছিলেন নব নির্বািচত ফরাসি প্রেসিডেন্ট৷
অতীতের যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী এক ফ্রান্স গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ম্যাক্রো৷ এজন্য সমাজের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ জাতি গঠনের এক নবযুগ প্রতিষ্ঠার স্বপ্ন দেখান তিনি। ম্যাক্রো তার ভাষণে বলেন, ‘ইউরোপসহ সারা বিশ্বের এমন এক ফ্রান্সকে দরকার, যে ফ্রান্স পূর্বের যে কোনও সময়ের থেকে জোরালোভাবে স্বাধীনতা ও ভ্রাতৃত্বের কথা বলতে পারবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct