স্নেক প্রিন্টের পোশাক বিশ্বের সর্বত্রে এখন বেশ জনপ্রিয়। তবে এই ধরনের প্রিন্টেড পোশাক পরে এবার মহাবিপদে পড়লেন অস্ট্রেলিয়ার এক মহিলা। সাপ প্রিন্টের শৌখিন পোশাক পরায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। বরাবরই ট্রেন্ডিং ফ্যাশনের পোশাক পরার শখ ছিল অস্ট্রেলিয়ার ওই মহিলার।বিভিন্ন দোকান থেকে পছন্দসই পোশাক কিনে, সেগুলোকে বাড়িতে এনে পরতেন তিনি।নতুন পোশাক পরে বিভিন্ন ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতেন। কিন্তু এই ‘ফ্যাশন সেন্স’ই তাঁকে চরম বিপদের দিকে ঠেলে দিল।তার সঙ্গে যা ঘটল, তা শুনে চমকে উঠতে হয়। এখন সবার প্রশ্ন কী ঘটেছিল ওই স্নেক প্রিন্টের পোশাক পরে? জানা গিয়েছে, কয়েকদিন আগে স্নেক প্রিন্টের একটি পোশাক দোকান থেকে কিনে আনেন অস্ট্রেলিয়ার এক মহিলা। পোশাকটি পরে প্রথমে তিনি ছবি তোলেন। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোশাকটি তার এতোটাই পছন্দ হয়েছিল যে, সেটা পরে রাতে ঘুমিয়েও পড়েন। এরপরই ঘটে বিপত্তি। রাতে কাজ থেকে বাড়ি ফেরেন তার স্বামী এবং ঘরে ঢুকেই চমকে যান। আলো-আঁধারি ঘরে ঢুকে তিনি ভাবেন খাটের উপর সাপ শুয়ে রয়েছে। আতঙ্কে, বেসবলের ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন তিনি। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন ওই মহিলা। ভুল বুঝতে পারেন তার স্বামী। বুঝতে পারেন ওটা সাপ নয়, আসলে তার স্ত্রীর পা। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বেসবল ব্যাটের আঘাতে ভেঙে গিয়েছে স্ত্রীর পা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct