অত্যাধুনিক প্রযুক্তির ফলে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে মানুষের ব্যবহারের জন্য নিত্য নতুন পণ্য। এবার তেমনই এক আবিষ্কারে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী ব্র্যান্ড নাইকি। বাজারে তারা আনল সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতো। স্মার্টফোনের মাধ্যমে এই জুতোটা নিয়ন্ত্রীত হবে। স্মার্টফোনে ছোট-বড় হবে জুতা, বাঁধা যাবে ফিতা। গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে। জুতোটির সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘নাইকি অ্যাডাপ্ট’। দাম ধার্য করা হয়েছে ৩৫০ মার্কিন ডলার, যা ভারতীয় অর্থমূল্যে প্রায় ২৫ হাজার টাকা। এটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct