পুজালি পুরসভার নির্বাচনে একটি বুথে দুষ্কৃতীদের নির্বিচারে ইভি এম মেশিন ভাঙচুর ,চেয়ার টেবিল ভাঙচুরের পর ওই এলাকা থেকেই শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি ।এই চিত্র পুজালি পুর সভার ৯ নাম্বার ওয়ার্ডের দাস পাড়ায় ৩ নাম্বার ওয়ার্ড কমিটির বুথে । পুর নির্বাচন কে ঘিরে সকালে শান্তি থাক্ লেও বেলা বাড়বার সাথে সাথে বিভিন্ন ওয়ার্ডে পরিকল্পিত হামলা চালিয়ে সন্ত্রাসের আবহ করা হয় ,অভিযোগ ,বিজেপি জেলা সভাপতি অভিজিত দাস বাইরে থেকে ছেলে নিয়ে এসে এই হাম লার ছক করে । উত্তেজনা প্রবন বুথ গুলিতে মোতায়েন করা হল বিশাল পুলিস বাহিনি ও র্যাফ । ।রবিবার সকালে পুজালির ২ নাম্বার ওয়ার্ডে পুজালি শিক্ষা নিকেতন স্কুলে ৭২ ,৭৩ ,৭৪ ,৭৫ নাম্বার বুথের ৭৩ বুথে খোলা জানালার পাশে ইভি এম মেশিন রাখা কে কেন্দ্র করে সব দলই থেকে আপত্তি জানায় ,২ নাম্বার ওয়ার্ডেই পুজালি অবিতনিক বিদ্যালয়ে সকাল থেকে বুথ জ্যামের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে ।সবচেয়ে বেশি উত্তেজনা ছড়াল পুজালির ৯ নাম্বার ওয়ার্ডে দাস পাড়ায় ৩ নাম্বার ওয়ার্ড কমিটির কার্যালয়ে ,সকাল ১০ টার পরে ই ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ব্যাপক বোমাবাজি করে সাধারন মানুষদের ভোট দানে বাধা দেওয়া হল ,অভিযোগ জনা ৩০ জন দুষ্কৃতি মুখে কালো কাপড় ঢুকে ভেতরে ঢুকে আগ্নে ইয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ভোট গ্রহন কেন্দ্র থেকে বার করে দিল সাধারন এলাকা ,বাসিন্দাদের অভিযোগ ,ভোট দিতে হবে না হুমকি দিয়ে ভয় দেখিয়ে বার করে দেওয়া হয় ,ব্যাপক বোমা বর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় ,ই ভি এম মেশিন থেকে শুরু করে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় , ।এই বুথ সংলগ্ন এলাকা বিজে পি কর্মীদের কেন্দ্র ।তাই পরিকল্পিত ভা বে আক্রমন করা হয় ,।বুথে বোমা বাজির পর সকাল ১০ টার পর ভোট বন্ধ হয়ে যায় ,পোলিং অফিসার আক্রান্ত হয় ।এর পর ১০ নাম্বার ওয়ার্ডে রাম চন্দ্র পুর অবই তিনিক বিদ্যালয়ে বুথ জাম করে চ্ছাপা ভোটের অভিযোগ ওঠে ,সাংবাদিকদের বাধা দেওয়া হয় ,হুমকি দেওয়া হয় .৫ নাম্বার ওয়ার্ডের রাজীব পুরে ১১ আর ১২ নাম্বার বুথে ব্যাপক বোমাবাজি করা হয় ,বুথ ক্যাপ চার করার অভিযোগ ওঠে । ৯ নাম্বার ওয়ার্ডে জলের ট্র্যাকের কাছে বাইক করে বোম নিয়ে পালাবার সময় ধরা পরে যায় দুষ্কৃতি ,বজ বজ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।।১৩ নাম্বার ওয়ার্ডে তৃণমূল কর্মী দেবাসিস মণ্ডল অশান্তি পাকানোর চেষ্টাতে বাধা দিলে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্দলের বিরুদ্ধে ।পুজালির তৃনমূলের প্রাক্তন চেয়ারম্যান ফজ লুল হক এদিন সকাল সকাল নিজের চার নাম্বার ওয়ার্ডে পুজালি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে জানান ,বিরোধীরা অশান্তি পাকিয়েছে ,এমনি ভোট শান্তিতে হয়েছে ,পুজালিতে তৃনমূল কংগ্রেস জিততে চলেছে তাই বিরোধীরা সন্ত্রাসের আবহ করছে । এদিন সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের বুথ গুলিতে সকাল থেকেই মহিলাদের লম্বা লাইন চোখে পড়ে ,রোদ কে উপেক্ষা করে ভোটের লাইন পড়ে । এদিন সকালে বিভিন্ন বুথের কাছে দলিয় অফিসে ঢুকে ক্যাডার বাহিনিকে ভোটে গণ্ডগোলে নামার জন্য পরামর্শ দিতে দেখা যায় সিপিমের স্ত্রানিয় নেতাদের । এদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস জানান ,নির্বাচন ঘিরে প্রহসন হয়েছে ,পুলিস নির্বিকার ,আমরা বেশ কয়েকটি বুথে ভোটের দাবী জানাবো ।৯ নাম্বার ওয়ার্ডের ১৯ নাম্বার বুথ,৫ নাম্বার ওয়ার্ডে কিছু বুথে ।সিপিমের সমিক লাহিড়ী তার বাহিনি কে দেখা না গেলেও তিনি ১৬ টি ওয়ার্ডেই গণ্ডগোল হয়েছে বলে দাবি করেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct