গত ১৭ জানুয়ারি ছিল কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর জন্মদিন। বেঁচে থাকলে ৭৭ বছরে পা রাখতেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি। ২০১৬ সালে তিনি মারা যান। তাঁর স্মরণে এবার মুহাম্মদ আলীর জন্মস্থান লুইসভিল বিমানবন্দরকে মুহাম্মদ আলীর নামে নামকরণ করা সিদ্ধান্তের কথা জানিয়েছেন শহরটির মেয়র। ১৯৪২ সালে কেন্টাকি প্রদেশের লুইসভিলে জন্ম নেন আলী। তার কল্যাণেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে লুইসভিলের নাম। যার জন্য শহরটির এত খ্যাতি, তার জন্য কিছু করতে পারার এ উদ্যোগ খুবই সামান্য বলছেন মেয়র গ্রেগ ফিসার। এ বিষয়ে তিনি বলেন, 'মুহাম্মদ আলী সারাবিশ্বের মানুষের কাছে আদর্শ, কিন্তু তার জন্মস্থান কেবল একটিই। সৌভাগ্যবশত সেটি আমাদের লুইসভিল। আলী বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে নেওয়া সবচেয়ে বেশি নামের একটি। তাকে নিয়ে প্রতিটি প্রান্তেই কথা হয়। তিনি মানবতা ও খেলাধুলায় যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন, তা এখনো কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। শহরের মানুষ হিসেবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন তার নামে বিমানবন্দরের নামকরণ হবে অসাধারণ এক উদ্যোগ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct