টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল ভারত।সর্বকালীন ইতিহাস তৈরি করল যা এর আগে কোনও ভারতীয় দল করে দেখাতে পারেনি। এদিন টসে জিতে কোহলি অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি পেস বোলিংয়ের পর যুজবেন্দ্র চাহ্বালের স্পিন অস্ত্রে ঘায়েল হন অজি ব্যাটসম্যানরা। ভুবি ও শামি ২টি করে উইকেট নিলেও একাই ৬টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৩০ রানে অলআউট করে দেন চাহ্বাল। রোহিত শর্মা ৯ ও শিখর ধাওয়ান ২৩ করে ফেরেন। এরপরে ইনিংস ধরেন কোহলি ও ধোনি। কোহলি ৪৬ রান করে ফিরে গেলে পুরো দায়িত্ব এসে পরে 'ফিনিশার' ধোনির ওপরে। ম্যান অফ দা ম্যাচ চাহাল। আর সিরিজ এম এস ধোনি।