কেরালার শবরীমালা মন্দিরে ঢোকার পর থেকে কট্টরপন্থীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিন্দু আম্মিনি ও কনকদুর্গা নামক দুই মহিলা। বিগত কয়েক প্রজন্ম ধরে ওই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু চলতি বছরের শুরুতে কালো লম্বা ঢিলা পোশাক পরে ওই দুই মহিলা অবরোধ এড়িয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত শবরীমালা মন্দিরে প্রবেশ করেন। এই ঘটনায় কেরালায় সহিংস বিক্ষোভ শুরু হয়। কট্টরপন্থী হিন্দুরা তাদের ওপর হামলা করার হুমকি দিয়ে আসছে। প্রাণ বাঁচাতে তাই পালিয়ে বেড়াচ্ছেন তারা। এরই মধ্যে তারা ১০টির বেশি জায়গায় আত্মগোপন করার পরও স্থান পরিবর্তন করেছেন। বিভিন্ন বাড়িতে তারা আশ্রয় নিচ্ছেন। গোপন স্থান থেকে দেওয়া সাক্ষাৎকারে বিন্দু আম্মিনি বলেন, 'কিছুদিন পরই আমাদের প্রকাশ্যে বের হওয়ার মতো পরিস্থিতি আশাকরি সৃষ্টি হবে। তবে যেটা করেছি, তার জন্য আমি অনুতপ্ত নই।' সাহসিকতার জন্য কেরালার মহিলা সংগঠনগুলোর কাছে তারা বীরে পরিণত হয়েছেন। সরকারি কর্মী কনকদুর্গা বলেন, ‘আমি শুধু আমার প্রার্থনা করার অধিকার চাই।এটা লিঙ্গ সমতার পথে আরও একটি ধাপ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct