সুন্দরবনের নারিকেল বেড়িয়া এলাকার বাইরের দিকে প্রায় ৪০ একর এলাকার বন উধাও। জানা গিয়েছে, শুঁটকি পল্লীর এলাকা বাড়াতে উধাও করা হয়েছে সুন্দরবনের বিস্তৃর্ন বনভূমি। যদিও এ ব্যাপারে কিছু জানাতে রাজি হননি শুঁটকি পল্লীর মালিক এবং বন বিভাগের কর্মকর্তারা। যদিও স্যাটেলাইটের ক্যামেরার আগের ছবি বলছে বছর দশেক আগেও এ শুঁটকি পল্লী ছিল চরে। এরপর ভাঙনের কারণে পল্লীটি সরিয়ে নেওয়া হয় বনের ভিতর। পরে সে বনের মধ্যে শুঁটকি পল্লীর আয়াতন প্রায় ৪০ একর জুড়ে বাড়ানো হয়েছে। এমনকি এখনও সেখানে গাছ কাটা এখনো অব্যাহত রয়েছে। সুন্দরবনের নারিকেল বেড়িয়ার শুঁটকি পল্লীটির পরিচালক গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেও, সেখানকার শ্রমিকরা ঘটনা সত্য বলে স্বীকার করেছেন। তারা জানান, জঙ্গলে বাঘের হাত থেকে বাঁচতে চারপাশে ঘেরাও দেওয়া হয়েছে। তবে মাঝে মধ্যে সেখানে শুয়োর ঢুকে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct