সাইকেলে করে একটি মরদেহ নিয়ে যাচ্ছে একজন। ভাঙাচোরা মাটির রাস্তায় সাইকেলের ভারসাম্য রক্ষা করাই খুবই কষ্টকর। সেখানে ১৭ বছর বয়সি ওই যুবক একটি মরদেহ সাইকেলে টেনে নিয়ে যাচ্ছে। আর সে কাজটা কতটা কঠিন সেটা না দেখলে বোঝা মুশকিল। ওভাবেই চার থেকে পাঁচ কিলোমিটার দূরের বনে সাইকেল টেনে নিয়ে যাওয়া। যেখানে সৎকার করতে হবে এই মরদেহের। কষ্ট-যন্ত্রণা আর সমাজের অসহযোগিতা ও অবহেলা উপেক্ষা একাই মরদেহ নিয়ে চলছে সরোজ নামের যুবকটি। কারণ মায়ের মরদেহের সৎকার তো করতেই হবে! আর তার কাছে টাকা নেই যে মায়ের মরদেহ গাড়ি করে নিয়ে যায়। তার ওপর সরোজরা নিম্নজাতের! তাই প্রতিবেশীরা কেউ তাকে তার মায়ের শেষ বিদায়েও সহযোগিতা করলো না। ঘটনাটি ওডিশার করপোবাহল গ্রামে। সরোজের মা জাঙ্কি সিনহানিয়া (৪৫) জল আনতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে মারা যান। মায়ের সৎকারে কেউ সাহায্যের জন্য এগিয়ে না আসায় কাঠের তৈরি একটা পাটাতনের ওপর মাকে বেঁধে সাইকেলে বসিয়ে মা থেকে পা পর্যন্ত ঢেকে সরোজ হাঁটছিল। কার মরদেহ? প্রশ্ন করায় সে খুব শান্ত কণ্ঠস্বরে বলে, ‘আমার মা’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct